সাতক্ষীরার ঝাউডাঙ্গায় অপদ্রব্য পূষ করা চিংড়ি মাছ আটক

নিউজ  ডেস্ক  :: সাতক্ষীরার সাদা সোনা খ্যাত  চিংড়ি মাছ এখন  সাদা বিষে  পরিনত হয়েছে। সাতক্ষীরার বিভিন্ন চিংড়ি খ্যাত  অঞ্চলে চলছে  অপদ্রব্য পূষ।

আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাঝেমধ্যে পূষ বন্ধ থাকলেও  থেমে থেমে আবারো জেলার বিভিন্ন অঞ্চলে চিংড়ি মাছে পুষ চলছে প্রতিনিয়ত। পূষকৃত   এসব মাছ ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে করে রপ্তানি করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে।
বৃহস্পতিবার২৮ নভেম্বর  সাতক্ষীরা বিজিবি কাছে খবর আসে সাতক্ষীরার আশাশুনি এলাকা থেকে পুষ করা মাছ  নিয়ে বেশ কয়েকটি পিক আপ ঢাকার দিকে রওনা দিয়েছে। মাছ বোঝাই পিকআপ গুলো সন্ধ্যা ৬ টার সময় ঝাউডাঙ্গা বিজিবি চেকপোষ্টে আসলে চেকপোষ্টের কর্তব্যরত বিজিবি জওয়ানরা তিনটি পিকআপ আটক করেন।
সাতক্ষীরা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম পিকআপ ভর্তি মাছের ককশিট খুলে চেক করেন।  সেখান থেকে  ৫১ কার্টুন অপদ্রব্য পুষ করা  চিংড়ি মাছ জব্দ করেন।
জব্দ করা চিংড়ি মাছ  সাতক্ষীরা ডিসি  অফিসের সহকারি কমিশনার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে  মাছগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন এবং মাছ বহন করার কাজে জড়িত থাকার অপরাধে তিনজন পিকআপ ড্রাইভার ও একজন লাইন ম্যানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিনষ্টকৃত ৫১ ককশিট চিংড়ি মাছের মূল্য ১৭লক্ষ্ ৯৫ হাজার ২০০ টাকা।
সাতক্ষীরা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সাতক্ষীরার সাদা সোনা খ্যাত এসব চিংড়ি মাছে অপ দ্রব্য পুস করার কারণে বিষে পরিণত হচ্ছে। এসব পুষ করা মাছ খাওয়ার কারণে মানব দেহে ক্যান্সার সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। চিংড়ি মাছে অপদ্রব্য পুষ বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।





সম্পর্কিত সংবাদ

  • সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনন এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে দেবহাটায়  ইফতার ইফতার সামগ্রী বিতরণ
  • ভোমরায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
  • কুরআন দিয়ে দেশ শাসন করলে দেশে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস থাকবে না : মুহাঃ আব্দুল খালেক
  • ঝাউডাঙ্গা হাজী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহর গ্রেফতারে সাংবাদিকদের আল্টিমেটাম