আশাশুনিতে পিক আপ উল্টে  ২৩০০ মুরগির মৃত্যু

জি এম মুজিবুর রহমান  ::  আশাশুনি -সাতক্ষীরা সড়কে মুরগি বহনকারী পিকআপ উল্টে ২৩০০ পিচ সোনালী (কক) মুরগি মারা গেছে। পিকআপ এরও ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত্র ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে ঢাকা মেট্রো-ন-১৩-৬৮১৩ নং পিক আপ ২৩০০ পিচ সোনালী (কক) মুরগি ক্রয় করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড় এলাকায় পৌছলে একটি প্রাইভেটকে সাইট দিতে গিয়ে অসতর্কতা বশত রাস্তার বাম পার্শে মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়। পানিতে ডুবে পিকআপে থাকা সকল মুরগি মারা যায়। মুরগির আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। পরে গাড়িতে উঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাশুনি স্টেশন ম্যানেজার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাইভারসহ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে সেখানে না পাওয়ায় নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি। তবে ড্রাইভারের পায় ইঞ্জুরি হয়েছে বলে জানা গেছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা  বিনিময় সভা অনুষ্ঠিত
  • বুধহাটা ইসলামী ব্যাংক আইট লেটে  গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • আশাশুনিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসী সভা
  • আশাশুনাতে চোরসহ ৪  আসামী গ্রেফতার
  • আশাশুনিতে জেন্ডার সংবেদনশীল ঝুঁকি নিরূপণ ও হ্রাস প্রনয়ণ পরিকল্পনা সভা
  • আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা
  • উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনির শ্রীউলায় ইফতার সামগ্রী বিতরণ
  • কলারোয়া সীমান্তে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল উদ্ধার