আশাশুনিতে পিক আপ উল্টে ২৩০০ মুরগির মৃত্যু
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি -সাতক্ষীরা সড়কে মুরগি বহনকারী পিকআপ উল্টে ২৩০০ পিচ সোনালী (কক) মুরগি মারা গেছে। পিকআপ এরও ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত্র ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে ঢাকা মেট্রো-ন-১৩-৬৮১৩ নং পিক আপ ২৩০০ পিচ সোনালী (কক) মুরগি ক্রয় করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড় এলাকায় পৌছলে একটি প্রাইভেটকে সাইট দিতে গিয়ে অসতর্কতা বশত রাস্তার বাম পার্শে মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়। পানিতে ডুবে পিকআপে থাকা সকল মুরগি মারা যায়। মুরগির আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। পরে গাড়িতে উঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাশুনি স্টেশন ম্যানেজার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাইভারসহ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে সেখানে না পাওয়ায় নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি। তবে ড্রাইভারের পায় ইঞ্জুরি হয়েছে বলে জানা গেছে।
« দেবহাটায় ছাত্রশিবিরের ৪দলীয় আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে সাঁকো নির্মান »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনি উপজেলার মধ্য চাপড়ায় মূল নদী বাদ দিয়ে ডিএস, এসএ ওবিস্তারিত…
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও আভ্যন্তরীন অভিবাসন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভা
জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসন/বাস্তুচ্যুতি শীর্ষক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিতবিস্তারিত…