পাইকগাছায় তুচ্ছ ঘটনায় চায়ের কাঁপের আঘাতে নির্মাণ শ্রমিক জখম

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের চায়ের কাঁপের আঘাতে শহিদুল ইসলাম মোড়ল (৪৩) নামে এক নির্মাণ শ্রমিক মাথায় জখম হয়েছে। জখমী শহিদুল’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বাঁকা ঘোষপাড়ায় চায়ের দোকানে এ ঘটনা অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

নির্মান শ্রমিক শহিদুল উপজেলার রাড়ুলী ইউপি’র বাঁকার বাগ গ্রামের মৃতঃ ছমির মোড়লের ছেলে। শহিদুল জানান সকালে পলাশের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় রাড়ুলী গ্রামের মুরাদ ঢালীর ছেলে রেজাউল ঢালী (৪২) এর সাথে নির্মান কাজ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।

কথা-কাটাকাটির এক পর্যায়ে রেজাউল ক্ষিপ্ত হয়ে আমার উপর মারপিট শুরু করে চায়ের কাঁপ দিয়ে মাথায় আঘাত করলে জখম হই। স্থানীয় জালাল উদ্দীন জোয়াদ্দার বলেন,শহিদুলের মাথা রক্তাক্ত জখম হলে দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সময় রেজাউল ঢালীর পিতা ও এক ভাই হাসপাতালে আহত শহীদুলের চিকিৎসার খোজ খবর নেন। তবে মারপিটের ঘটনায় রেজাউল ঢালী বলেন, আমরা দু’জনেই নিকটাত্মীয়।

কিন্তু শহিদুল মোড়ল একটি মসজিদের নির্মাণ কাজের দরদাম নিয়ে প্রায় সময় আমাকে অবান্তর কথা বলে আসছিল। সর্বশেষ এ নিয়ে চায়ের দোকানে পুনরায় উঠলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আমি রাগের বশবতি তার আঘাত করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জন আটক
  • অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক
  • চাঞ্চল্যকর শিশু রাহি হত্যার আসামীর ফাঁসির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন
  • পাইকগাছায় পাখি শিকারীকে জরিমানা
  • কপোতাক্ষ চর ভরাটি জমি নিয়ে দু’পক্ষের দখল ও কর্তৃত্ব নিয়ে সংঘাত সংঘর্ষের আশঙ্কা
  • আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার
  • পাইকগাছায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার