আন্দোলনে নিহত হাবিবের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
নিউজ ডেস্1 :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহসান হাবিবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াত। গত ১৮ জুলাই আন্দোলন চলাকালে কক্সবাজার শহরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালি ইউনিয়নের আহসান হাবিবের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে নগদ ১ লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান। তিনি হাবিবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে সান্ত্বনা প্রদান করেন।
পরে ফাঁসিয়াখালি কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত করে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত শোক সভা আয়োজন করা হয়। চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় মো. শাহজাহান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সর্বক্ষেত্রে বৈষম্যের কবলে পড়েছিল, আমাদের তরুণ-ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৭ কোটি মানুষকে মুক্তির সূর্য দেখিয়ে দিয়েছে। আমরা তরুণ-ছাত্রদের এনে দেয়া দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তুলে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য নিরলস কাজ চালিয়ে যাবো। সম্ভাবনাময়ী বাংলাদেশে আর কোন বৈষম্য, বিভেদ, জুলুম-নির্যাতন, নিষ্পেষণ থাকবে না। আমরা এ দেশকে তারুণ্য শক্তির সংমিশ্রণে একটি উন্নত সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি।
এসময় জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার
নিউজ ডেস্ক:: নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলাবিস্তারিত…
গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত
নিউজ ডেস্ক:: গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুমের ঘটনার তদন্তেবিস্তারিত…