জন্ম ও মৃত্যু নিবন্ধক নিয়োগে নতুন নির্দেশনা
নিউজ ডেস্ক :: জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং উপজেলা পরিষদ ও পৌরসভার সব ধরনের জনসেবা অব্যাহত রাখতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ অফিস আদেশ প্রকাশ করা হয়।
ওই আদেশে বলা হয়েছে, পৌরসভায় মেয়র এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরর অনুপস্থিত থাকলে তাদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। ইউনিয়ন পরিষদের অনুপস্থিত চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। যারা নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবেন।
এ ছাড়া উপজেলা পরিষদের সব ধরনের জনসেবা অব্যাহত ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এবং পৌরসভার ক্ষেত্রে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
সম্পর্কিত সংবাদ
সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খুলনা প্রতিনিধি :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর কমিটিরবিস্তারিত…
পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠবিস্তারিত…