বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লবণগোলা ২-১ গোলে চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি :: বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স সাতক্ষীরা জেলার শাখার উদ্যোগে আন্তগ্রাম নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স ম্যানেজার আরিফুল ইসলাম (আরিফ) এর আয়োজনে মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনচার্জ এন্ড আর এস এম সাতক্ষীরা জেলা শাখার মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল লাইফ ইন্সুরেন্স সাতক্ষীরা জেলা শাখার এস এম মেহেদী হাসান,আল-আমিন বিশিষ্ট সমাজকর্মী কামরুল ইসলাম প্রমুখ।
আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের ৮টি দল অংশ নিয়েছিল। ফাইনাল খেলায় অংশ নেয় লবণগোলা লাল সবুজ ইয়ং স্টার ক্লাব বনাম কালেরডাঙ্গা সমাজ কল্যাণ পরিষদ। ফাইনাল খেলায় কালেরডাঙ্গা সমাজ কল্যাণ পরিষদকে ২-১ গোলে পরাজিত করে লবণগুলা লাল সবুজ ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মিলন এবং সেরা গোলকিপার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের গোলকিপার ইমরান।
ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা অসংখ্য কেয়া মোদী দর্শক উপভোগ করে।
সম্পর্কিত সংবাদ
রংপুর রাইডার্স‘ বিশ্বচ্যাম্পিয়ন’
নিউজ ডেস্ক :: ফুটবলে আছে ক্লাব বিশ্বকাপ। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৩৬ দলের অংশগ্রহণেবিস্তারিত…
ওয়ানডে সিরিজেও নেই শান্ত, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ
নিউজ ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিস্তারিত…