হাথুরুর ‘চড়’ নিয়ে কিছু বলতে চান না নাসুম
নিউজ ডেস্ক :: নাসুম আহমেদের জন্য গত বছরটি ছিল ভুলে যাওয়ার মতো। ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বিতর্কিত ঘটনার পর জাতীয় দল থেকে এক বছরের জন্য বাদ পড়েন তিনি। তবে এই সময়ের ধাক্কা সামলে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট ও বলে দারুণ পারফর্ম করে নজর কাড়েন এই বাঁহাতি স্পিনার।
দলের বাইরে নাসুম তার এই সময়ে নিজের মানসিক অবস্থার পরিবর্তন করেছেন। সাম্প্রতিক উন্নতির পেছনে আছে কঠোর পরিশ্রমের গল্প। তবে হাথুরুসিংহের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বিষয় নিয়ে কথা বলেছেন। যেখানে ভারত বিশ্বকাপে ঘটে যাওয়া প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি এগিয়ে যান।
কীভাবে সম্ভব হলো? এই বিষয়ে জানতে চাইলে নাসুম বলেন, ‘ফিরে আসা বড় ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হলো এই ফেরার সময় আমি কী করতে পেরেছি। গত এক বছর আমি অনুশীলন চালিয়ে গেছি। টাইগার্স ক্যাম্পে যোগ দিয়েছিলাম, যদিও জন্ডিসের কারণে শুরুতে যুক্ত হতে পারিনি। এ সময় আমি আশা করছিলাম যে ‘এ’ দলে সুযোগ পাব, কিন্তু তা হয়নি। হতাশ না হয়ে আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাই।’
সূত্র :দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
রংপুর রাইডার্স‘ বিশ্বচ্যাম্পিয়ন’
নিউজ ডেস্ক :: ফুটবলে আছে ক্লাব বিশ্বকাপ। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৩৬ দলের অংশগ্রহণেবিস্তারিত…
ওয়ানডে সিরিজেও নেই শান্ত, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ
নিউজ ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিস্তারিত…