নিউজ ডেস্ক :: পর্দা উঠেছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৫তম আসরের। উৎসবের বিশ্ব চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘প্রিয় মালতী’ সিনেমা, যেটির ইংরেজি নাম ‘হুইসপারস অব অ্যা থার্স্টি রিভার’। গত শুক্রবার কায়রোর অপেরা হাউসে বিশ্ব প্রিমিয়ার হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমার। উৎসবে পুরো টিম নিয়ে উপস্থিত হয়েছেন অভিনেত্রী।
হেঁটেছেন উৎসবের লালগালিচায়। লালগালিচায় ভেলভেট শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন। তার সঙ্গে হেঁটেছেন সিনেমাটির পরিচালক শঙ্খ দাসগুপ্ত, দুই প্রযোজক আদনান আল রাজীব ও মো. হাবিবুর রহমান তারেক।জানা গেছে, কায়রোতে ‘প্রিয় মালতী’র চারটি প্রদর্শনী রয়েছে। এরমধ্যে দুটিতে থাকবেন উৎসবে আসা দর্শকরা। এছাড়া সাংবাদিক ও বিচারকদের জন্য ১টি করে প্রদর্শনী হবে।
প্রতিটিতে অংশ নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে ‘প্রিয় মালতী’ টিম। সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গল্প তুলে ধরা হয়েছে বলে জানান মেহজাবীন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার মতে, আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের মধ্যে অন্যতম সম্মানজনক এই উৎসবে সিনেমা নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের।
মেহজাবীনের ভাষ্যে, ‘গল্পে অন্যরকম একটি প্লট থাকায় এই সিনেমায় কাজ করেছি। তাছাড়া ইউনিট খুবই দারুণ ছিলো। আশা করি, সিনেমাটি দর্শকেদর ভাবাবে।’ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড। দুই প্রযোজকের একজন আদনান আল রাজীব জানান, আফ্রিকার বৃহত্তম এ চলচ্চিত্র উত্সবের জন্য নির্বাচিত হওয়া অনন্য সম্মানের। এখানে উপস্থিত হয়ে যা এক্সপেরিয়েন্স করেছি তা সত্যি অসাধারণ।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এখানে আসার পর থেকে পুরো সময়টা বেশ উপভোগ করছি। রেড কার্পেটটা অসাধারণ ছিল। দেশ-বিদেশের অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। অফিশিয়াল প্রতিযোগিতার কারণে এখানের সবার নজর আমাদের ওপরে ছিল। প্রিমিয়ারের পর আমাদের টিমের সবাইকে নিয়ে সংবাদ সম্মেলন হলো। সবকিছু মিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা।’
প্রদর্শনীর পর প্রতিক্রিয়া প্রসঙ্গে আদনান আল রাজীব বলেন, ‘যা রিভিউ পেয়েছি সবই ইতিবাচক। ক্রিটিকস থেকে শুরু করে যারাই উপস্থিত ছিলেন সবাই ‘প্রিয় মালতী’র প্রশংসা করেছেন। বিশেষ করে মেহজাবীনের অভিনয়ের। একই মানুষ এবং ইস্যু থাকায় সিনেমাটির সঙ্গে তারা নিজেদেরকে কানেক্ট করতে পেরেছে, মালতীর সঙ্গে নিজেদেরকে মেলাতে পেরেছে।
কেউ কেউ বলেছেন এমন মালতী সারা বিশ্বেই আছে। একজন মিশরীয় অভিনেত্রী ছিলেন যিনি মেহজাবীনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি কীভাবে এত সুন্দর করে চরিত্রটি উপস্থাপন করেছেন সেসব নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন।’‘প্রিয় মালতী’তে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
এদিকে আদনান জানান, প্রদর্শনীর ফাঁকে শহরটা ঘুরে দেখবেন। ইতিহাস সমৃদ্ধ মিশরের পিরামিড দর্শন করবেন। বললেন, পুরো শহরটাই ইতিহাস সমৃদ্ধ। এখানকার সংস্কৃতি, খাবার বেশ মজার। অনেক উপভোগ করছি। উৎসবটিতে আদনান আল রাজীবের প্রিয় নির্মাতা গ্যাসপার নোয়ে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশ নেবার পাশাপাশি তিনি এই আর্জেটাইন নির্মাতার মাস্টারক্লাসে অংশ নেবেন বলে জানান।
আফ্রিকা ও আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের মধ্যে অন্যতম সম্মানজনক এই উৎসবটির পর্দা উঠেছে গত ১৩ নভেম্বর, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের ৭২টি দেশের ১৯৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।