নির্বাচনী রোডম্যাপ অনেক বিতর্কের অবসান ঘটাবে: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক :: নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে অনেক ধরনের বিতর্কের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সেটি খুব জরুরি এই মুহূর্তে।’ শনিবার (১৬ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য এই সরকার অনেক কমিশন গঠন করেছে। তাদের প্রতি আমাদের এবং জনগণের আস্থা আছে। কিন্তু আমরা চাইব, সেটা দ্রুত শেষ করে নির্বাচনকেন্দ্রিক যে সংস্কারব্যবস্থা, সেটির মাধ্যমে আমরা আলোর দিকে এগিয়ে যাব। নির্বাচন যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে উল্লেখ করে তিনি বলেন, দেরি হলে বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে; শেখ হাসিনা বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন।
সেই চেষ্টা চলছে। এক বা দুই দিনের মধ্যে সব জঞ্জাল সরানো সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির এ নেতা বলেন, ‘অনেকেই বলছেন— এত নির্বাচন নির্বাচন করছেন, রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করছেন কেন। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি। কারণ, একটি অবাধ নির্বাচনই পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে।’
সূত্র :দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে বামজোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি :: সম্প্রতি ভারতের আগরতলা, কলকাতা ও বোম্বেতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে আক্রমণ ও বাংলাদেশেরবিস্তারিত…
ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বিএনপির তিন সংগঠন
নিউজ ডেস্ক :: আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়েবিস্তারিত…