যানবাহন নিয়ন্ত্রণে ঢাবির ছয় প্রবেশমুখে ব্যারিয়ার নির্মাণ শুরু
নিউজ ডেস্ক :: যানবাহন নিয়ন্ত্রণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখ এবং বিএনসিসি ভবনের সামনে ‘যানবাহন নিয়ন্ত্রক ব্যারিয়ার’ নির্মাণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পলাশী মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয় প্রবেশমুখে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই ব্যারিয়ার নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী খ্যাতিমান ব্যক্তিবর্গের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন। কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।
সম্পর্কিত সংবাদ
মুহাসীন মহিলা মহাবিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা
খুলনা প্রতিনিধি :: ২৮ নভেম্বর বেলা ১২টায় দৌলতপুর মুহাসীন মহিলা মহাবিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণেবিস্তারিত…
বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা
নিউজ ডেস্ক :: দেশের বেসরকারি মেডিকেল কলেজে অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ায়বিস্তারিত…