তামাক থেকে সরকারের আয়ের চেয়ে চিকিৎসা ব্যয় বেশি

নিউজ  ডেস্ক  ::  দেশে তামাকজনিত রোগে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছে। আর তামাক কোম্পানিগুলো সরকারকে যে পরিমাণ রাজস্ব দেয়, তার চেয়ে ৮ হাজার কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে তামাকজনিত রোগের চিকিৎসায়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়। ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তামাক কর বৃদ্ধি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
অথচ ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন পাস হওয়ার পর ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরে সিগারেট খাতে রাজস্ব আয় বেড়েছে যথাক্রমে ১৮ শতাংশ ও ৩৮ শতাংশ এবং ২০১৩ সালের সংশোধনীর পর ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে সিগারেট খাতে রাজস্ব আয় বেড়েছে যথাক্রমে ২৬  শতাংশ ও ৪৭ শতাংশ। তাই তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী এখনই অধ্যাদেশ আকারে জারি করা উচিত। এই বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, তামাক কোম্পানির আরেকটি দাবি, প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপর্যয়ের মুখে পড়বে। অথচ কোনো ক্ষুদ্র ব্যবসায়ী শুধু সিগারেট বিক্রি করেন না, তারা দোকানে কমপক্ষে ৩৮টি পণ্য বিক্রি করেন।

তাই একটি পণ্যের বিক্রি বন্ধ হলে তাদের কোনো ক্ষতি হবে না। বরং দেশে ক্ষতিকর এই পণ্যের ব্যবহার কমে আসবে। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্’র (সিটিএফকে) লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, অধূমপায়ীদের সুরক্ষায় প্রদান এবং নতুন প্রজন্মকে তামাকের ক্ষতিকর দিক থেকে বাঁচাতে প্রস্তাবিত আইন দ্রুত পাস করতে হবে।

সেমিনারে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের টোব্যাকো নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার ও কমিউনিকেশন অফিসার আবু জাফর, সিটিএফকে’র অ্যাডভোকেসি ম্যানেজার মো. আতাউর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার হুমায়রা সুলতানা, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন প্রমুখ।

সূত্র :দেশ রূপান্তর


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন, প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন
  • আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
  • ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি, বিউটি ট্যোবাকোর কারখানা সিলগালা
  • শেখ হাসিনার পরিবারের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • এতিম শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  • হাসিনা প্রশ্নে আগের অবস্থানেই দিল্লি
  • কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ২৯৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ