ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার হুঁশিয়ারি ফারুকী ও বশিরকে না সরালে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো

নিউজ  ডেস্ক  ::  চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশির উদ্দিনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানিয়ে ছাত্র জনতার আন্দোলনে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। অবিলম্বে এই দুই উপদেষ্টাসহ আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের বের করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আবারও বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতার নেতারা।

সোমবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ভাই বশির উদ্দিন ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি তিনি সাবেক পতিত স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা হতে না পেরে আওয়ামী বিরোধী হয়েছেন কিন্তু আন্দোলনের সময় তিনি ছাত্রদের ওপরে গুলি চালিয়েছিলেন।

তাকে উপদেষ্টা বানিয়ে বর্তমান সরকার ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। আরেক উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশে সমকামী ও অসংলগ্ন সম্পর্ক প্রোমোটেড করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তার হাতে সংস্কৃতি অঙ্গন নিরাপদ নয়।

তাছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে বিভিন্ন সুবিধা নিয়েছেন। ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের অন্যতম নির্মাতা ছিলেন তিনি। এই দুই আওয়ামী স্বৈরাচারের দোসরকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।  অন্যথায় কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামবে ছাত্র জনতা। 

আইনজীবী বশিরুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, গণআধিকার পরিষদ সদস্যসচিব আবু হানিফ, ছাত্র নেতা মাহফুজ আলম, শাকিলুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান প্রমুখ।
সূত্র :যুগান্তর






সম্পর্কিত সংবাদ

  • খুলনায় নভোথিয়েটার, জিয়া হল ও আধুনিক কসাইখানা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন 
  • ১৫ বছর পর প্রথমবার জামিন পেলেন ২৫০ সাবেক বিডিআর সদস্য
  • প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
  • বৈষম্যহীন দেশ গড়তে জামায়াতের লড়াই চালু থাকবে : ডা. শফিকুর রহমান
  • সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়ব ইনশাআল্লাহ
  • সবাই ঐক্যবদ্ধ না থাকলে ৫ আগস্টের অবমাননা হবে : প্রধান উপদেষ্টা
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
  • সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পুন:তদন্ত ও বিচার দাবি