নারী কেন পুরুষের প্রতি আগ্রহ হারায়?

নিউজ  ডেস্ক  ::  প্রেমের সম্পর্কে রয়েছেন। অথচ কিছু দিন পর পর সঙ্গীর সঙ্গে চলছে অশান্তি। তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া। মনে মনে হয়তো ভাবছেন কী ভুল হলো, কিন্তু ভুল খুঁজে পাচ্ছেন না। বুঝতেও পারছেন না প্রেমিকা কেন আপনার প্রতি রেগে আছেন। কেনই বা তার সঙ্গে সম্পর্ক অবনতির পথে।

সম্পর্ক নষ্ট হওয়ার যন্ত্রণা নারী-পুরুষ নির্বিশেষে পেয়ে থাকেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পুরুষেরা সমস্যার মূলে পৌঁছাতে পারেন না! ফলে সমাধান খুঁজে পাওয়ার আগেই সম্পর্ক হারিয়ে বসেন। মনোবিদদের মতে, পাঁচটি ভুল করলে নারীদের কাছে আকর্ষণ হারান তাদের পুরুষ সঙ্গীরা।

যেকোনো সম্পর্কেই একজন অন্যের সাফল্যে খুশি হন। সাফল্য উদ্‌যাপন করেন। কিন্তু পুরুষ সঙ্গীটি যদি তার সঙ্গিনীর সাফল্যে খুশি না হন, তবে তার প্রতি আগ্রহ হারান নারীরা।

দাবিয়ে রাখার চেষ্টা

যদি পুরুষ সঙ্গী নিজেকে উঁচু বা বড় দেখাতে চান, নারী সঙ্গীকে দাবিয়ে রাখার চেষ্টা করেন তবে নারীরা আগ্রহ হারান। শুধু তা-ই নয়, সঙ্গীর সঙ্গে দূরত্বও তৈরি হতে পারে ওই কারণে।

নারীসুলভ বৈশিষ্ট্য

পৌরুষ জাহির করেই যারা নারীমন জয় করতে চান, তারা জেনে রাখতে পারেন, পুরুষ সঙ্গীর কাছ থেকে ‘নারীসুলভ’ নরম স্বভাবেরও আশা রাখেন নারীরা। কোমল, সংবেদনশীল মনোভাব সব সময় না হলেও মাঝে মধ্যে আবেগের বহিঃপ্রকাশ পছন্দ করেন নারীরা।

ধারাবাহিকতা না থাকা

আজ আবেগে গলে পড়লেন। কাল কোনো কথার গুরুত্বই দিলেন না। পরশু হয়তো কোনো কারণে দুর্ব্যবহার করলেন। কাছের মানুষটির আচরণে এমন ধারবাহিকতার অভাব আপনার নারী সঙ্গীকে দূরে নিয়ে যেতে পারে। কে কী ভাবতে পারে, সে ব্যাপারে পুরুষ সঙ্গীর বেপরোয়া ভাবও তাকে নারীদের চোখে অনাকর্ষণীয় করে তুলতে পারে।

সূত্র :দেশ রূপান্তর





সম্পর্কিত সংবাদ

  • ক্রাশকে দেখে বুক কাঁপে, ডেটের প্রস্তাব কীভাবে দেবেন?
  • প্রতি বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৫ হাজার নারী
  • অপরাজিতাই অপার সৌন্দর্যের চাবিকাঠি!
  • খাওয়ার আগে পানি পানে কী উপকার
  • ৩ বছরের আগে শিশুকে চিনি দেবেন না: মার্কিন গবেষণা
  • রোবটের আঁকা ছবির দাম উঠল ১৫ কোটি টাকা!
  • রাতে অন্তর্বাস পরে ঘুমানো : যে কারণে ক্ষতিকর
  • পুরুষ মশাদের বধির করে দিতে পারলেই মিলবে ডেঙ্গু থেকে মুক্তি!