আশাশুনি থানা পুলিশের অভিযানে ৮ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামীসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই মোঃ নাহিদুল ইসলাম, এসআই মোঃ মোমরেজ আলী, এসআই রাজীব মন্ডল, এএসআই আঃ কুদ্দুস, এএসআই আনিসুর রহমান পৃথক অভিযানে সিআর-৪১৫/২৩ (আশাঃ) এর আসামী বিছট গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর ছেলে আঃ রহিম গাজী, সোবহান কারিকরের ছেলে মোশারফ কারিকর, নেছার উদ্দীন গাজীর ছেলে আনিছুর গাজী, আবু বক্কর গাজীর ছেলেরমাসুম গাজী, মৃত সৈয়দ গাজীর ছেলেররায়হান গাজী, মৃত হাফেজ গাজীর ছেলে ইউছুপ গাজীকে এবং আশাশুনি থানার চুরি মামলা নং-২৮(৭)২৪ এর সন্দিগ্ধ আসামী কলারোয়া থানার সোনাবাড়িয়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে রাজু হোসেন, মাদ্রা সোনাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে আরাফাত হোসেনকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।
« আশাশুনি সদরে খেলার মাঠ ও খাস জমি পরিদর্শনে এসি ল্যান্ড (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস »
সম্পর্কিত সংবাদ
শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক :: মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছেবিস্তারিত…
সৈয়দপুরে মেহেদীর রং না মুছতেই লাশ হলেন নববধূ, ঘাতক স্বামী গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে বিয়ের মেহেদীর রং না মুছতেই লাশ হতে হয়েছে নববধূবিস্তারিত…