শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত  

বেনাপোল প্রতিনিধি :: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য- সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সমবায়ে উন্নয়ন। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনারদের (ভুমি) নুসরাত ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসলাম সরদার, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম,  সাংবাদিক আহম্মদ আলী শাহিন, এনজিও প্রতিনিধি রিনা পারভীন ও বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুর জোবায়ের শাওন প্রমূখ।





সম্পর্কিত সংবাদ

  • বিশ্ব মানবাধিকার দিবস গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন
  • কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশগতভাবে উন্নত ও অভিজ্ঞতা বিনিময় সভা
  • শিক্ষক শেখসাদী ভূঁঞার মৃত্যুতে বাসদের শোক প্রকাশ
  • কয়রায় বিনা মূল্য চক্ষু শিবির ক্যাম্প
  • সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
  • পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন