আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক

নিউজ ডেস্ক :: ২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবিরের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ফের একবার একই রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেতাকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’য় ক্যামিও অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট।
এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক। আলিয়া ও শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এ সিনেমায়। এ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে ববি দেওল ও অনিল কাপুরকেও। তবে হৃত্বিকের ভূমিকা কী হবে তা এখনো জানা যায়নি।
তবে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছু দিনের মধ্যেই শুটিং শুরু করবেন হৃত্বিক রোশন বলে জানা গেছে। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি নিয়ে ভীষণ ব্যস্ত। এ সিনেমায় হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। খলচরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর।
সম্পর্কিত সংবাদ

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
[নিউজ ডেস্ক :: বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২বিস্তারিত…

মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
নিউজ ডেস্ক :: মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেনবিস্তারিত…