সাবেক আইনমন্ত্রীর আটকের খবরে আনন্দ মিছিল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ::সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হওয়ার খবরে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে পৌরশহরের সড়ক বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি।
স্টেশন চত্বরে এক পথসভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা আখাউড়ায় কোনো মিটিং-মিছিল করতে পারিনি। আখাউড়াতে আমাদের অসংখ্য নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে।
তারা বলেন, এ অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আজকে এই আনিসুল হক আটক হওয়া আমাদের জন্য খুশির দিন। আমরা স্বৈরাচার সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিচার দাবি ও ফাঁসি চাই।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন ভুঁইয়া, জিয়াউল হাসান সানি, আশরাফুল সরকার, জাবেদ ভুঁইয়া, সুমন চৌধুরীসহ প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামসহ প্রসিকিউটরবিস্তারিত…
শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
ডেস্ক নিউজ :: রাজধানীর ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেকবিস্তারিত…