প্রেমিকা চিৎকার করলে কী চুপ থাকবেন?

নিউজ  ডেস্ক  :: আলো থাকলে যেমন অন্ধকার থাকে তেমনি জীবনে প্রেম করলে প্রেমিকার চিৎকার-চেঁচামেচি শুনতেই হবে। অনেক নারীই প্রেমিকের কথায় কথায় চিৎকার করেন। যার ফলে পুরুষেরা দিশেহারা হয়ে যান। তারা এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা খুঁজে পান না। যারা রেগে গেলে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তাদের জন্য রইল ঝগড়া থামানোর কিছু অব্যর্থ পরামর্শ।

চুপ করে যান

তাকে খুশি করার চেষ্টা করুন

একটা মানুষ অকারণে খিটখিটে স্বভাবের হয়ে যায় না, বরং প্রচণ্ড মানসিক অশান্তি থেকে এটা হয়। কারণটা যদি জানতে নাও পারেন, চেষ্টা করুন প্রিয় মানুষটিকে খুশি করার, সারপ্রাইজ দেওয়ার। তিনি আপনার হবু বর বা বউ, আপনি নিশ্চয়ই জানেন তাকে কীভাবে খুশি করতে হয়?

সম্ভব হলে তার চাপ কমান

যে কারণে মানুষটি এমন খিটখিটে স্বভাবের হয়ে উঠেছেন, সম্ভব হলে তার সেই চাপটি কমানোর ব্যবস্থা করুন। পারিবারিক হোক বা আর্থিক, অফিসের কাজ হোক বা বাড়ির কিংবা কোনো মানসিক কষ্ট- পাশে একজন মানুষ পেলে সকলেরই ভালো লাগে।

প্রশংসা করুন, ভালোবাসা দেখান

প্রশংসা ও ভালোবাসা এমন দুটি জিনিস, যা যেকোনো মানুষের মন নরম করতে বাধ্য। সঙ্গী খিটখিটে স্বভাবের হয়ে গেলে আপনি বাড়তি ভালোবাসা দিয়ে অভাবটা পূরণ করে দিন।

সূত্র :দেশ রূপান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • চিকিৎসাসেবায় ফ্যাসিবাদের দোসর পদায়নের অভিযোগ
  • ক্রাশকে দেখে বুক কাঁপে, ডেটের প্রস্তাব কীভাবে দেবেন?
  • প্রতি বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৫ হাজার নারী
  • অপরাজিতাই অপার সৌন্দর্যের চাবিকাঠি!
  • খাওয়ার আগে পানি পানে কী উপকার
  • ৩ বছরের আগে শিশুকে চিনি দেবেন না: মার্কিন গবেষণা
  • রোবটের আঁকা ছবির দাম উঠল ১৫ কোটি টাকা!
  • রাতে অন্তর্বাস পরে ঘুমানো : যে কারণে ক্ষতিকর