যে কারণে সারাকে ভয় পেতেন অনন্যা

নিউজ  ডেস্ক  ::  দুজনই এখন বলিডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। তাদের বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে নিজের স্কুল জীবনের অভিজ্ঞতা জানালেন অনন্যা পাণ্ডে। স্কুলে সারাকে অনন্যা যমের মতো ভয় পেতেন। তার নাম শুনলেই ত্রস্ত হয়ে যেতেন তিনি। কারণ ছোট থেকেই বেশ ঠোঁটকাটা ছিলেন সাইফ কন্যা। সব কথা মুখের ওপর বলে দিতেন। এ নিয়ে অনন্যা বলেন, ‘সারা খুবই ঠোঁটকাটা স্বভাবের ছিল। এখনও তাই রয়েছে। তবে স্কুলে আরও সাংঘাতিক ছিল। মুখে যা আসত, তাই বলে দিত। আমি ভয় ভয় থাকতাম।

ভাবতাম, এই বুঝি আমার সম্পর্কে কিছু বলে দিল।’এর কারণে সারাকে স্কুলে এড়িয়েও চলতেন। অনন্যা। এই অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘‘আমি যদি দেখতাম, সারা কোনও একটা সিঁড়ি থেকে নেমে আসছে, ওই পথ দিয়ে আমি যেতাম না। স্কুলে শুরুর দিকে সারা আমার নাম জানতো না। তাই আমাকে ‘এই’। সেসব অভিজ্ঞতার কথা মনে পড়লে এখন হাসি পায়।’’অনন্যা এবং সারা বর্তমানে খুবই ভালো বন্ধু। তারা এরই মধ্যে বেশকিছু অনুষ্ঠানে একসঙ্গে অতিথি হতে দেখা গেছে। তবে বড় পর্দায় এখনো কাজ করা হয়নি তাদের।

সূত্র :কালবেলা নিউজ





সম্পর্কিত সংবাদ

  • আবারও বিয়ে করলেন সানি লিওন!
  • ফের ৫ কোটি টাকা দাবি করে সালমানকে হত্যার হুমকি
  • দীঘির ‘বিয়ে’তে রইল না কোনো বাধা
  • সাফ জয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন ফারুকী-মেহজাবীন
  • অভিনেতা মাসুদ আলী খান আর নেই
  • আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক
  • বাবা সেলিম খানের নিরাপত্তায় যা করলেন সালমান
  • গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….