‘কারও জীবন নষ্ট করবেন না’

নিউজ  ডেস্ক  :: চারপাশে ঘটে যাওয়া অমানবিক ঘটনাগুলো সব সময়ই ভাবায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। সম্প্রতি এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। ঘটনাটি আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে দেখেছেন। অমানবিক এ ঘটনা নিয়ে এ অভিনেত্রী লিখেছেন, এ ছবিটি কয়েকদিন ধরে এতবার দেখেছি যে, এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

মেহজাবীনের পোস্ট করা দু’টি ছবি’র একটিতে লেখা, বাস্তব জীবনে একজন ভালো মানুষ হন, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়। এটি যিনি পোস্ট করেছেন, তিনি সেই গৃহকর্মী নির্যাতনকারী। যে নির্যাতনের ঘটনার এখনো তদন্ত চলছে। পাশের ছবিটি নির্যাতিত গৃহকর্মীর। সচেতন করে মেহজাবীন চৌধুরী বলেন, দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে।

বাস্তবে প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে, তারা কী করছে। যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের সহমর্মী হওয়ার কথা জানান জনপ্রিয় এই অভিনেত্রী। মেহজাবীন বলেন, তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন, আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।

 






সম্পর্কিত সংবাদ

  • সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
  • বিলাসবহুল বাড়ির কেন ২৭ তলাতে থাকে পুরো আম্বানি পরিবার
  • বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে