পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র আলোচনা সভায় বক্তারা
‘ডিম-মাংস-দুধ খামারী ভোক্তার ন্যায্যসূল্য নিশ্চিতে জেল-জরিমানা ও আমদানী সমাধান নয়’

খুলনা প্রতিনিধি :: মুরগীর ডিম-মাংস উৎপাদক-ভোক্তার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারি মূল্য নির্ধারণ, খুচরা ব্যবসায়ীদের জেল-জরিমানা-আমদানী স্থায়ী সমাধান নয়। উক্ত ফিনিসড পণ্যগুলো কাঁচামাল হিসেবে মুক্ত বাজার অর্থনীতিতে চাহিদার আলোকে মূল্য নির্ধারণ হয়।
অদ্য ২০ অক্টোবর ’২৪ রবিবার সকালে সংগঠনের কার্যালয়ে বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র অনুষ্ঠিত আলোচনায় সভায় এভাবেই বলেন বক্তারা।
সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তারা আরও বলেন, সরকারি ১০.৫০ টাকায় দরে উৎপাদক ডিম দেয় না বিধায় পাইকার ও খুচরা পর্যায়ে ভোক্তা ১১.৮৭ টাকায় ডিম পায় না। সেজন্য সরকারকে উল্লিখিত দরে ডিম সরবরাহের দাবী করা হয়। প্রান্তিক ক্ষুদ্র-মাঝারী খামারীদের এ পেশা থেকে বিতাড়িত করার জন্য দেশী-বিদেশী কর্পোরেট কোম্পানীগুলোর ষড়যন্ত্রের অংশ হিসেবে ডিমে অযৌক্তিক মূল্য নির্ধারণ ও ব্যবসায়ীদের জেল-জরিমানা বন্ধ করার আহŸান জানান বক্তারা। তাঁরা পশুখাদ্য, বাচ্চা, ওষুধের দাম প্রথমে নির্ধারণ দাবী করেন।
সভায় অপর এক প্রস্তাবে এই অযৌক্তিক মূল্য তালিকা পুনঃ নির্ধারণ, উৎপাদন বৃদ্ধি, খামারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবীতে আগামী ২২ অক্টোবর ’২৪ মঙ্গলবার সকল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ কামরুল ইসলাম, মোঃ নূর হোসেন, মোঃ রাজিব হাওলাদার, মোঃ মোফাজ্জেল, মোঃ জামিল হোসেন রনি, আব্দুল খালেক, মোঃ ইয়াহিয়া মিণ্টু, মোঃ আসিফ খান, মোঃ সাগর, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত রাজধানীর আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজেরবিস্তারিত…

কয়রায় গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ড ও জরিমানা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ওবিস্তারিত…