পাইকগাছায় নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তর্ণ এলাকা প্লাবিত

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি :: খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে নড়া নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লাখ লাখ টাকার মাছ ও ফসলী জমির ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নষ্ট হয়েছে প্রায় আড়াইশ বিঘা জমির আমন ফসল। এখন স্বে”ছাশ্রমে বাঁধ সংস্কার করার চেষ্টা চলছে।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার লতার ইউনিয়নের এ ভাঙ্গন দেখা দেয়। রোববার সকালে নদীতে ভাটা শুরু হলে পানি কমতে শুরু করে। তখন শতশত গ্রামবাসী স্বে”ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন।
স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম গাজী জানান, নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি ও অতি বর্ষণের ফলে নড়া নদীর তীরবর্তী রেখামারি ¯’ানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে যায়। রাস্তাটির ভাঙ্গন ¯’ানে দীর্ঘদিন একটা বড় গর্ত ছিল। শনিবার রাত ১২টার দিকে সেখানে ভাঙন দেখা দেয়। এতে ভেসে গেছে অসংখ্য চিংড়ী ঘের ও ফসলের জমি। ক্ষতিগ্র¯’ হয়েছে ৪-৫টি বসতবাড়ি। এখন ১১টি গ্রামের মানুষ আতঙ্কে আছেন।
পাইকগাছা ওয়াপদার উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, ভাঙ্গন কবলিত ¯’ান পরিদর্শন করেছি। এলাকাবাসী স্বে”ছা শ্রমে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেছে। আমরা বাঁশ, জিও-ব্যাগ সরবরাহ করেছি।
সম্পর্কিত সংবাদ

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি : যশোরের রেলগেটপাড়ার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। বৃহস্পতিবারবিস্তারিত…

এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি
বিশেষ প্রতিনিধি।। এবারের বাজেটেও বিদেশী নির্ভরতা কমানো যায়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ রমনা থানারবিস্তারিত…