লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, ৯ এলাকায় সতর্কবার্তা

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক ডেস্ক :: ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালিয়েছে লেবানন। এতে ইসরায়েলের অন্তত ৯টি এলাকায় হামলার সতর্কবার্তার সাইরেন বেজে উঠেছে।রোববার (২০ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়ার খবর এবং বিস্ফোরণের শব্দের মধ্যে উত্তর ইসরায়েলে হামলার সতর্কবার্তার সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের ৯ এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এসব এলাকা হলো কিরিয়াত শমোনা, কাফার গিলাদি, কেফার ইউভাল, মেটুলা, মায়ান বারুচ, তেল হাই, বেইট হিলেল, গোশেরিম এবং মার্গালিওট। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সতর্ক করলেন পুতিন

এর আগে শনিবার (১৯ অক্টোবর) লেবানন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর মুখপাত্র জানান, তেলআবিবের উত্তরাঞ্চলে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে এ হামলা হয়েছে। লেবানন থেকে তার বাসভবনে ড্রোনটি ছোড়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময়ে নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাসভবনে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়ন এর আগে সকালে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তারা ইসরায়েলে অন্তত ৭৫টি প্রজেক্টাইল ছুড়েছে।

তবে এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানানো হয়নি।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে আসা দুটি ড্রোন তারা ভূপাতিত করেছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের জন্য হিজবুল্লাহ লঞ্চপ্যাড হিসাবে ব্যবহৃত এলাকাগুলো থেকে রকেট এবং অন্যান্য অস্ত্র ধ্বংস করেছে।

এরপর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর হাইফা এলাকায় তারা রকেটেরে একটি ব্যারেজ ছুড়েছে।একইসময়ে লেবাননের সরকারি সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বিকেলের দিকে দক্ষিণাঞ্চলীয় শহর আনকুন, মারুব এবং তারায়ায় বিমান হামলা চালানো হয়েছে।

সূত্র :কালবেলা নিউজ






সম্পর্কিত সংবাদ

  • টিউলিপকে বহিষ্কার করছে ব্রিটিশ সরকার!
  • ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের
  • দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা
  • ওয়াশিংটন ডিসির ডুয়াফি’র সভাপতি ইসরাত সম্পাদক ডরথী
  • বিএসএফ’র হাতে আটক ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে
  • নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা
  • যুক্তরাষ্ট্রের স্টামফোর্ড নগর ভবনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা
  • মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয় : আরএসএস প্রধান