দেবহাটায় সাংবাদিক লিটনের উপর হামলা : থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপির উপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এঘটনায় সাংবাদিক লিটন ঘোষ বাপি ও তার পিতা চিত্তরঞ্জন ঘোষ গুরুতর আহত হয়েছেন।
অভিযোগে সুত্রে লিটন ঘোষ বাপি জানান, আমার প্রতিবেশী চা প্রদিপের জামাই উৎপল ঘোষ সাতক্ষীরার বরসা সমিতির ভেটখালী শাখার ক্যাশিয়ার পদে চাকরিকালীন সময়ে আমি তার মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা জমা রাখি। পরবর্তীতে উৎপল উক্ত টাকা ফেরৎ না দিয়ে তালবাহনা করতে থাকলে উৎপলের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। চা প্রদিপ সেখান থেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার দুপুওে বসত ভিটার পানি সরানোকে কেন্দ্র করে আমাদের সাথে গোলযোগ সৃষ্টি করে। একপর্যায়ে প্রদিপ বাঁশ আমার মাথায় আঘাত করে। আমার পিতা ঠেকাতে গেলে প্রদি আমার পিতার হাতের বাহুতে বারি মারে। এসময় স্থানীয়রা আমাদেকে উদ্ধার সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় সাংবাদিক লিটন ঘোষ বাপি বাদি হয়ে প্রদিপের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেবহাটা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, সাংবাদিককে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ে হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
« দেবহাটায় জামায়াতের যুববিভাগের ফুটবল টুুর্নামেন্ট অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ফিংড়ীতে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ

পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড দায়িত্বশীল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…

দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
দেবহাটা প্রতিনিধি:: দেবহাটায় নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত…