দেবহাটায় জামায়াতের যুববিভাগের ফুটবল টুুর্নামেন্ট অনুষ্ঠিত
এম এ মামুন : সম্প্রতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে ৮দলীয় নকআউট আন্তঃওয়ার্ড ফুটবল টুুুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮ টায় দেবহাটা সদর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় দেবহাটা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিবুুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আফাকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ইউনিট সদস্য জিয়াউর রহমান, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, সেক্রেটারী আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, ইউনিয়ন টিম সদস্য ফয়জুল ইসলাম, ডা: রবিউল ইসলাম, হাফেজ আমিরুল ইসলাম প্রমুখ।
দেবহাটা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফুটবল একাদশ ও ৬নং ওয়ার্ড ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলায় টাইব্রেকারে ২-০ গোলে ৫নং ওয়ার্ড একাদশ জয়লাভ করে। খেলায় ম্যান অবদা টুর্নামেন্ট হন ৫নং ওয়ার্ডের গোলরক্ষক সালাউদ্দীন আহমেদ।
সম্পর্কিত সংবাদ
দেবহাটায় সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন
এমএ মামুন :: দেবহাটার সখিপুরে সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টায়বিস্তারিত…
দেবহাটা প্রেসক্লাবের নব কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবারবিস্তারিত…