সাকিব আল হাসান স্বপ্নপূরণের পথে

সাকিব আল হাসানের ইচ্ছাপূরণ হতে যাচ্ছে। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে তার সেই ইচ্ছাপূরণের আকাশে জমেছিল সংশয়ের মেঘ। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মোহাম্মদপুরের আদাবরে গার্মেন্টকর্মী মো. রুবেলের নিহত হওয়ার ঘটনায় যাদের নামে মামলা হয়, তাদের মধ্যে অন্যতম সাকিব।

সবশেষ ভারত সফরে কানপুর টেস্টের আগে তিনি জানিয়েছিলেন, মিরপুরে লাল বলের ক্রিকেটে শেষ টেস্ট খেলতে চান। কিন্তু মামলা হওয়ায় তার দেশে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। বিদায়ের ঘোষণা দেওয়ার সময় সাকিব আকুতি জানিয়েছিলেন, নিরাপদে দেশে ফেরা ও পরে নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তা চান তিনি। সেই নিশ্চয়তা তিনি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। সব ঠিক থাকলে আজ রাতে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে। জানা গেছে, রাত ১১টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সাদা পোশাকে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচ তিনি খেলতে পারবেন মিরপুরের প্রিয় আঙিনায়। আগেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিশ্চয়তা দিয়েছিলেন তার নিরাপত্তার। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণার পর বিষয়টি আরও পরিষ্কার হলো। তাকে রেখেই প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার বিদায়ি মঞ্চ সাজাচ্ছে মিরপুরে।

দলে পরিবর্তন শুধু একটি। সবশেষ ভারত সফরে দলে থাকা পেসার খালেদ আহমেদ বাদ পড়েছেন। কানপুরে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন তিনি। ভারতের প্রথম ইনিংসে চার ওভার বল করে ৪৩ রান দিয়েছিলেন। কোনো উইকেট পাননি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে। এদিকে কাল ঢাকায় এসেছেন বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্স। সকালে পৌঁছে তিনি ছুটে যান মিরপুরে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৯ অক্টোবর শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।






সম্পর্কিত সংবাদ

  • অধিনায়কত্ব আমি সবসময় উপভোগ করি: নাজমুল শান্ত
  •  আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • অন্তিম মুহূর্তে রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে বিদায় নাসরের
  • রদ্রির হাতেই উঠলো এবারের ব্যালন ডি’অর
  • বিসিবি চাইলে নেতৃত্ব দিতে তৈরি আছেন তাইজুল
  • ৭ গোলে বড় জয় বাংলাদেশের
  • বৃষ্টিতে বন্ধ খেলা, ৬৫ রানের লিড বাংলাদেশের
  • প্রোটিয়াদের বিপক্ষে মিরাজ-জাকেরের সর্বোচ্চ জুটির রেকর্ড