ডুমুরিয়ায় জলাবদ্ধ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
জলাবদ্ধতা নিরসন করে দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে পদক্ষেপ নিতে হবে : মিয়া গোলাম পরওয়ার
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জলাবদ্ধতার জন্য আমরা নিজেরাই দায়ী। খালে-বিলে বাঁধ দিয়ে পানি আটকে জলবদ্ধতার সৃষ্টি করেছি আমরা। সরকারি কর্মকর্তাদের সহায়তায় আওয়ামী ফ্যাসিস্টরা সমস্ত খালে-বিলে বাঁধ ও পাটা দিয়ে পানি আটকে দেওয়ার কারণে এ অঞ্চলে জলবদ্ধাতার সৃষ্টি হয়েছে। অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সরকারের কোষাগারের অর্থ খরচ করে সাধারণ মানুষের কষ্ট লাঘবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে জলাবদ্ধতা থাকা সত্তে¡ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের সাথে যোগাযোগ করে ইতোমধ্যে ভোলা ও বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে ১০টি পাম্প আনা হয়েছে এবং সেগুলো স্থাপন করা হচ্ছে। আশা করি আরো পাম্প আসবে। অবিলম্বে পানি নিষ্কাশন করে জলবদ্ধতা নিরসন করা হবে ইনশাআল্লাহ।”
১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা ও এতিমখানায় এবং সকাল ১১টায় চুকনাগরস্থ নূরানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে বিলডাকাতিয়া, মাধবকাটি, বিলপাবলা, লতাবিল, খর্ণিয়া, শোলগাতি, রুদাঘরা, বরুনা, চেচুড়ি, ঘোষড়া, বাদুড়িয়া, কাঞ্চনপুর ও ভবদাহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নূরানীয়া মাদরাসা প্রাঙ্গণে ডুমুরিয়া উপজেলা (দক্ষিণ) আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শ‚রা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা ও আশরাফুল আলম। বক্তব্য রাখেন কৃষ্ণ নন্দী, মিলন নন্দী, অশোক মল্লিক, বাবু ঘোষ, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি বেলাল হুসাইন রিয়াদ, ছাত্রশিবির নেতা শাহজালাল, বি এম আব্দুর রশীদ, মাওলানা সাইদুল্যাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাওলানা মনিরুল ইসলাম, আবুল হোসেন শেখ, মাওলানা আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ চৌধুরী, মোস্তফা কামাল, বেলাল হুসাইন শেখ, ডুমুরিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি মফিজুর রহমান, আবু তাহের, সামিদুল হাসান লিমন প্রমুখ। এখানে ৬৫০ জন ক্ষতিগ্রস্তের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথি আরও বলেন, “এখনো প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে আছে আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসররা। তাদেরকে অবিলম্বে সরাতে হবে। তা না হলে ছাত্র-জনতার গণবিপ্লবের সরকার ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকে যায়। কারণ আওয়ামী ফ্যাসিস্টরা এখনো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সেক্রেটারি জেনারেল বলেন, আমি আপনাদের এলাকারই মানুষ। আমার জন্মস্থান এখানেই। আমিও আপনাদের মতো জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত। ডুমুরিয়া ও ফুলতলা এলাকায় ৮০ থেকে ৯০ ¯øুইস গেট আছে। এগুলো পলি পরে বন্ধ হয়ে গেছে। শুস্ক মওসুমে পলি সরানোর কাজ শুরু হবে। তবে জলাবদ্ধতা একদিনে বা এক মাসে নিরসন করা সম্ভব না। তিনি বলেন, এখন যে সরকার ক্ষমতায় আছে, এটা কোনো নির্বাচিত সরকার নয়। এটা একটা অন্তবর্তীকালীন সরকার। এটার কাজ দেশ শাসন করা নয়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগে ভোট দিয়েছে। আমরা ভোট দিতে গেলে বলা হয়েছে ভোট দেয়া হয়ে গেছে। এ রকম ভোট আর বাংলাদেশে হতে দেয়া হবে না। প্রয়োজনে আরো রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে।
সম্পর্কিত সংবাদ
সাবেক স্পিকার শিরীন শারমিনকে খুঁজছে পুলিশ
নিউজ ডেস্ক :: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারেরবিস্তারিত…
ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু
ম ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামালবিস্তারিত…