পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষা নিয়ে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক ::
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার পর থেকে রুশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি অন্তত সাতবার ফোনে কথা বলেছেন। এমনকি এই বছরও তাদের মধ্যে ফোনে কথা হয়েছে।
জবাবে ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে কিছু বলব না। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, যদি আমি এটা (পুতিনের সঙ্গে যোগাযোগ) করে থাকি, তা বুদ্ধিমত্তার পরিচয়। যদি আমি মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হই, যদি মানুষের সঙ্গে আমার সম্পর্ক থাকে, সেটা তো ভালো কিছু, মন্দ কিছু তো নয়।
৮১ বছর বয়সী বব উডওয়ার্ড দাবি করেছেন ২০২১ সালের জানুয়ারিতে ওভাল অফিস ছেড়ে যাওয়ার পর থেকে পুতিনের সঙ্গে অন্তত সাতবার ফোনে কথা বলেছেন ট্রাম্প। এই বছরের শুরুতে তাদের মধ্যে একটি ফোনালাপ হয়েছে।উডওয়ার্ডের দাবি, পুতিনের সঙ্গে আলাপ করতে মার-এ-লাগোর বাসা থেকে নিজের এক সহকারীকে বের করে দেন ট্রাম্প।
এরপর পুতিনের সঙ্গে আলাপ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। তবে উডওয়ার্ডের এসব দাবি প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের প্রচার শিবির। সাবেক এই প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানান, উডওয়ার্ডের বইয়ের কোনো গল্পই সত্য নয়।
সূত্র :যুগান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ

১৫ বছরে প্রথমবার ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক :: গেল ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ফায়ারিং স্কোয়াডে কারো মৃত্যুদণ্ড কার্যকর করতেবিস্তারিত…

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি
নিউজ ডেস্ক :: লিবিয়ার বেনগাজীতে আটকে পড়া ১৪৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ভোরেবিস্তারিত…