কথা রাখলেন সুদীপ্তা

নিউজ ডেস্ক :: দেখতে দেখতে দুই মাস হয়ে গেল আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার। এর মধ্যেই কলকাতাবাসী খানিক উৎসবমুখী। রাস্তায় ঢল নেমেছে মানুষের। উৎসবের মধ্যেই মহাষষ্ঠীতেও ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশনে সাতজন চিকিৎসক। বোধনের দিনে টনক নড়ে রাজ্য সরকারের। আন্দোলনকারী ডাক্তারদের বৈঠকে ডেকে পাঠায় স্বাস্থ্যভবন।
আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ তিনি। শুরুর দিন থেকে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করেছেন। কাঞ্চন মল্লিকের কটাক্ষের প্রতিবাদে রাজ্যসরকারের দেওয়া সম্মান ফিরিয়েছেন। এদিন সুদীপ্তা জানালেন, ছোটবেলার থেকে এই প্রথম দুর্গা ষষ্ঠীর দিন নতুন জামা গায়ে ঠেকাননি তিনি।
সামাজিকমাধ্যমে পোস্টে সুদীপ্তা লিখেছেন— ‘মা বলেন, পূজার ষষ্ঠীর দিন নতুন জামা পরতেই হয়। ছোটবেলা থেকে এটাই জেনে আর মেনে এসেছি। এই প্রথম দুর্গাপূজা… ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না। আমার মতো করে এটাই আমার প্রতিবাদ। কিছু কিনিনিও। ইচ্ছেও করেনি।’ সুদীপ্তার পোস্টে সমর্থন জানিয়ে অনেকে বলেছেন— ‘এই বছর নতুন জামা কিনিওনি, পরিওনি।’
সম্পর্কিত সংবাদ

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
[নিউজ ডেস্ক :: বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২বিস্তারিত…

মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
নিউজ ডেস্ক :: মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেনবিস্তারিত…