বড়দলে আচারী গোষ্ঠীকে নিয়ে  ষড়যন্ত্রের অভিযোগ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের খ্রীষ্টান ধর্মীয়দের বৃহত্তম আচারী গোষ্ঠীকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রশাসন সহ উর্দ্ধতন মহলের কাছে প্রতিকার প্রার্থনা করা হয়েছে।
ইউনিয়নের বড়দল খ্রীষ্টান পাড়ায় আচারী গোষ্ঠী ও সিং গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত শত্রুতা, হামলা, মামলার ঘটনা ঘটে আসছে।গত ১ অক্টোবর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের ঘটনাকে কেন্দ্র করে আচারী গোষ্ঠীকে নিয়ে নানা ষড়যন্ত্রে মেতেছে প্রতিপক্ষ।গনি আচারীর পুত্র শিলবানু আচারী, জোহন আচারীর পুত্র জয় আচারী, মৃত ছহিল উদ্দিন আচারীর পুত্র যাকব আচারী, টিটু আচারী, মৃত ওলিল মন্ডলের পুত্র ইমোন মন্ডল, মৃত গনেশ মন্ডলের পুত্র খোকন মন্ডল সহ স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শিলবানু আচারীর পুত্র জ্যাক আচারী এদিন জেভিয়ার চার্চের হোস্টেল থেকে রাত আনুমানিক ৯ টার দিকে বইয়ের ব্যাগ নিতে নিজ বাড়িতে আসে। রাত গভীর হয়ে যাওয়ায় সে একা হোস্টেলে ফিরতে ভয় পাওয়ায় তার পিতা সহ কয়েকজন চার্চ হোস্টেলে রেখে আসলে গেটে দায়িত্বে থাকা চার্চের নাইট গার্ড মৃত মনো সিংয়ের পুত্র যোয়াকিম সিং পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মারপিটের অভিযোগ করেন। পরদিন সকালে এঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে যোয়াকিম সিং তার ভাই জগোদিশ সিং, ভাইপো জেমস সিং একই গ্রামের মৃত ছহিল উদ্দিন আচারীর ছেলে যাকোব আচারী ও তার কন্যা জুলি আচারীকে বাড়ি থেকে এনে মারপিট করা সহ মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যায়। এর আগে তারা আচারী গোষ্ঠীর জমিজমা দখল সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে মারপিট ও পত্র পত্রিকায় সংবাদ প্রকাশসহ অপপ্রচার চালায় বলে তারা দাবী করেন। এব্যাপারে প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এঘটনায় আশাশুনিতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার নাহিদুল ইসলাম খান ও আশাশুনি থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম চার্চ পরিদর্শন করেছেন।
সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক মহসিনকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সরকারি কলেজের প্রভাষক ও বুধহাটা এমপ্লয়ী এসোসিয়েশনের কর্মকর্তা মুহাসিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মুহাসিনুল ইসলামকে দেখতে হাসপাতালে যান এসোসিয়েশান নেতৃবৃন্দ। শনিবার বিকালে এসোসিয়েশনের সভাপতি শেখনহেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, কোষাধ্যক্ষ শেফাতুল ইসলাম, প্রভাষক মোখলেছুর রহমান, আলমিন হোসেন, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ড্যানিস, আবু সাইদ, ইমরান হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ তার চিকিৎসা সম্পর্কে খোজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
ক্যাপশান ঃ সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক মহসিনকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • দরগাহপুরে বাড়ির লোককে অজ্ঞান করে লুটপাট
  • বুধহাটায় সার ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার টাকা
  • আশাশুনিতে কর্মী সম্মেলন  সফল করতে সদর ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভা
  • বুধহাটায় সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা
  • আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত
  • আশাশুনিতে জামায়াতের নায়েবে আমীরের আগমন সফল করতে প্রস্তুতি সভা
  • আশাশুনিতে জেলা বিএনপি’র কমিটি দেয়ায় তারেক রহমাকে অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা
  • কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনিতে জামায়াতের প্রস্তুতি সভা