বি এম ইউসুফ আলী
বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে
ডেস্ক রিপোর্ট :: বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যে কোন জটিল মুহূর্তে ছায়া হয়ে দাঁড়ায়। বুধবার (২ অক্টোবর ) বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনের সেমিনার কক্ষে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
তিনি বলেন, পপুলার লাইফ বিগত দুই যুগ ধরে বিশ্বস্থতার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে এবং বীমা দাবির টাকা যথা সময়ে গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকের হাতে তুলে দিচ্ছে । এই দুই যুগে পপুলার লাইফ ৪৬ লাখ গ্রাহকের হাতে সাড়ে ৬ হাজার কোটি টাকা বীমাদাবী পরিশোধ করেছে।
কোম্পানির ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলালের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় সমন্বয়কারী মাসুদ রানা মাসুম, প্রকল্প ইনচার্জ তানভীর আল আজাদ নাঈম, আল আমিন বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, আমজাদুল হক টুলু, প্রকল্প ইনচার্জ আবু সোহেব, নাজমুল ইসলাম, জিএম আতিকুর রহমান, ডিজিএম মাসুদ রানা প্রমুখ।
ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৩ কোটি ৯৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
সম্পর্কিত সংবাদ
বিকাশ অ্যাপে নতুন সব ফিচারে আরও সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা
নিউজ ডেস্ক :: প্রায় সব বয়সী মানুষের প্রায় প্রতিটি মুহূর্তই এখন অ্যাপ নির্ভর। আর অ্যাপবিস্তারিত…
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক
নিউজ ডেস্ক:: আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (০১ অক্টোবর) রহনপুর আহম্মদী বেগম সরকারিবিস্তারিত…