অবশেষে ভারতে পৌঁছালো বহুল প্রতীক্ষিত পদ্মার ইলিশ
নিউজ ডেস্ক :: সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রুপালি ইলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে করে প্রথম ধাপের ৩০ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে।
বৃহস্পতিবার মধ্যরাতেই মাছগুলো হাওড়া ফিশ মার্কেটে পৌঁছে যাবে বলে জানিয়েছে হাওড়া ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে হাওড়াসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পাইকারি বাজারে পৌঁছে যাবে এই ইলিশ।এরই মধ্যে পেট্রাপোল বন্দরে বাংলাদেশের ইলিশ পৌঁছে গেছে। প্রথম ধাপে প্রায় ৬টা গাড়িতে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ এসেছে। আজ রাতেই হাওড়ার পাইকারি বাজারে পৌঁছে যাবে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে পাওয়া যাবে বাংলাদেশের ইলিশ।
প্রত্যেক বছরই আমরা প্রতি কেজি ইলিশের দাম হাজার রুপির মধ্যে রাখতে চেষ্টা করলেও হয়ে ওঠে না। এবছর দাম খুচরা বাজারে কেজিপ্রতি ১৮০০ থেকে ২ হাজারের মধ্যে থাকবে।
গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রণালয় জানিয়েছিল, চলতি বছর দুর্গাপূজার আগে ৩ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতকে দেওয়া হবে।
সূত্র মারফত জানা গেছে, শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার ভারতের জন্য ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বাংলাদেশের ৪৯টি রপ্তানি সংস্থা ভারতে এই মাছ রপ্তানি করবে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীগুলোতে ইলিশ মাছ ধরা হবে, তারপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সেই হিসাব অনুযায়ী শেষ পর্যন্ত কী পরিমাণ ইলিশ ভারতে ঢুকবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি :: “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত…
একদিনে ভারতে গেলো সাড়ে ৫৪ মেট্রিক টন ইলিশ রফতানি
বেনাপোল প্রতিনিধি :: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বাঙালিদের ইলিশের স্বাদ দিতে বিশেষ বিবেচনায় প্রায় সাড়েবিস্তারিত…