ইনু, মেনন, পলক ও মামুন কারাগারে

নিউজ  ডেস্ক ::  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। এদিন সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ সময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে খিলগাঁওয়ে মিজানুর হত্যায় মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিন আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৬শে আগস্ট বিকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে ডিবি’র একটি টিম।

পরদিন ২৭শে আগস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার ৭ দিনের রিমান্ডে নেয়া হয়।

পরে গত ৩রা সেপ্টেম্বর ইনুকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় গুলিতে মো. সুজন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় তাকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।

সর্বশেষ গত ৮ই সেপ্টেম্বর ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় তার তৃতীয় দফায় চারদিনের রিমান্ড দেন আদালত।
এদিকে ২২শে আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড দেন আদালত। এরপর দ্বিতীয় দফায় ২৭শে আগস্ট পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে আদাবর থানার মামলায় মেননকে ৬ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এদিকে ১৪ই আগস্ট রাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ থেকে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এরপর কয়েক দফায় তাকে রিমান্ডে নেয়া হয়। সর্বশেষ পৃথক দু’টি হত্যা মামলায় পলকের তিনদিন করে ৬ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।৩রা সেপ্টেম্বর রাতে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর ৪ঠা সেপ্টেম্বর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড দেন আদালত।

সূত্রঃ মানবজমিন ডেস্ক

 






সম্পর্কিত সংবাদ

  • সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ
  • জামায়াতের নানা প্রস্তাবনা সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য
  • সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার
  • স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
  • বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও উন্নত করতে জাপান প্রবাসীদের প্রতি আহŸান
  • পরমাণু জ্বালানির ব্যবস্থাপনা বিষয়ে রাশিয়ায় রূপপুর এনপিপি বিশেষজ্ঞদের প্রশিক্ষণ
  • শেখ হাসিনা কোথায় জানে না সরকার
  • সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি