আশাশুনির গোয়ালডাঙ্গায় কলেজ ছাত্রের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আশাশুনি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রাজা’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বড়দল ইউনিয়নবাসীর আয়োজনে গোয়ালডাঙ্গা বাজার বকুলতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আল মাহমুদ টেক্কা, নিহতের বড় ভাই আকাশ হোসেন বাদশা, বড় চাচা সাহেব আলী সরদার, ইউনিয়ন ছাত্রদল নেতা আবু হাসান, পাইকগাছা কলেজের সমন্বয়ক ফাহিম হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নাইমুল ইসলাম, ইয়াসিন গাজী, নাফিজ গাজী, বাগেরহাট গভঃ পিসি কলেজের শিক্ষার্থী রাজা মুরাদ সানা প্রমুখ। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী রাজা কখনোই আত্মহত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গায়ে যে দাগ গুলো পাওয়া গেছে সেগুলো স্বাভাবিক দাগ ছিল না। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী দোষীদেরকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে মানিকখালি ব্রিজের সামনে মৎস্য ঘেরের বাসা থেকে গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছেলে রাজা সরদারের মৃতদেহ গলায় রশি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয
বুধহাটায় সম্প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের গাজীরমাঠ ফুটবল ময়দানে সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪.৩০ টায় উপজেলা যুব ফোরাম এ খেলার আয়োজন করে।
আনন্দ ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে খেলায় হিন্দু সম্প্রদায়ের ৯ জন খেলোয়াড় ও মুসলমান সম্প্রদায়ের ৯ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করে। উত্তেজনা পূর্ণ খেলায় উভয় দল ১টি করে গোল করে। খেলা উদ্বোধন করেন উপজেলা জামাতের নায়েমে আমীর নূরুল আফছার মোর্তজা। বিশেষ অতিথি ছিলেন যুব ফোরামের সভাপতি ডাঃ রোকনুজ্জামান। খেলা পরিচালনা করেন শীষ মোহাম্মদ জেরী। ধারাভাষ্যে ছিলেন জহির আলিম।
আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা এলিনা তাহের
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ঘোষণা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও সদস্য সচিব শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা এলিনা তাহের।
সম্পর্কিত সংবাদ
কুল্যার কচুয়া প্রাইমারী স্কুলে ক্লাস্টারের সমন্বয় সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমন্বয় সভাবিস্তারিত…
বুধহাটায় আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে অসহায় মানুষের মাঝেবিস্তারিত…