‘বিশ্বাস করতে চাই আলো আসবেই’
নিউজ ডেস্ক::সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে।
১৬০ সদস্যের ওই গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম প্রমুখ। স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই গ্রুপে যুক্তদের প্রতি ঘৃণা প্রকাশ করছেন অন্য শিল্পীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর সেই গোপন কথাবার্তা ভাইরাল হওয়ার পর আওয়ামীপন্থি শিল্পীদের নিয়ে সর্বমহলে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ সমালোচনার মাঝে কেউ কেউ নিজেকে জড়িত নয় বলেও দাবি করেন। আবার তাদের কেউ মোটাদাগে নিশ্চুপ ছিলেন।
সেই গ্রুপের নিয়মিত সদস্য ছিলেন সময়ের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। এই অভিনেত্রীকে নিয়ে গণমাধ্যমে উঠে আসে দেহব্যবসার চাঞ্চল্যকর খবর। এরপর থেকেই সোহানাকে নিয়ে শোরগোল তৈরি হয় নেটমাধ্যমে।
আলো আসবেই গ্রুপে জড়িত থাকার প্রসঙ্গে সোহানা এবার মুখ খুললেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেন, ‘আলো আসবেই’ গ্রুপে জড়িত থাকাটা ‘ভুল’ ছিল।
সেই পোস্টে সোহানা উল্লেখ করেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ..সমুদয় পালটানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’
সোহানার ওই পোস্টটি নেটিজেনদের অধিকাংশই হাসির প্রতিক্রিয়া জানান। যদিও ওই পোস্টটি লেখার কিছুক্ষণ পরই মন্তব্য ঘর বন্ধ রাখেন অভিনেত্রী।
সূত্র:যুগান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ
স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী
নিউজ ডেস্ক :: বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যকে মন দিয়েছিলেন বহুবিস্তারিত…
‘এই শহরে যে যত বেয়াড়া সে তত স্মার্ট’
নিউজ ডেস্ক :: রাজধানীর প্রবেশমুখগুলোতে লাগামহীন জ্যাম। সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যামে ঘণ্টারবিস্তারিত…