ঢাকায় ‘অর্থী’, টরন্টোতে ‘সাবা’
নিউজ ডেস্ক::গতকাল মুক্তিপ্রাপ্ত চরকি অরিজিনাল ফিল্ম ‘ফরগেট মি নট’–এ অর্থী চরিত্রে হাজির হয়েছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সময়ে আরেক চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছেন তিনি।
‘পুনর্জন্ম’ থেকে ‘আরারাত’—পরপর থ্রিলার ওয়েব সিনেমা, সিরিজ করেছেন মেহজাবীন চৌধুরী। তিনি ভাবলেন, থ্রিলার থেকে খানিকটা বিরতি দরকার। থ্রিলারের বাইরে রোমান্টিক ঘরানার গল্প খুঁজছিলেন। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের চর্চিত গল্প নয়; একটু আলাদা।
এর মধ্যে নির্মাতা রবিউল আলম রবির কাছে ‘ফরগেট মি নট’–এর গল্প শোনেন। গল্পটা মনে ধরায় নাম লেখান। ওয়েব সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। মুক্তির ঘণ্টা দুয়েক আগে টরন্টো থেকে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটিসহ নানা বিষয়ে নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী।
অর্থী চরিত্রটি নিয়ে তাঁর ভাষ্য, এই চরিত্রের মধ্যে অনুশোচনা, অবসাদ কিংবা মনস্তাত্ত্বিক বোঝাপড়ার সাবলীল প্রকাশ রয়েছে। ‘চরিত্রটা পেয়ে আমার কাছে মনে হয়েছে, শুধু প্রেম–ভালোবাসা থাকবে না, আরও কিছু আবেগ পর্দায় তুলে ধরতে পারব।
সে কারণেই কাজটা করেছি। চরিত্রের মতো গল্পটাও খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় হলো, সিনেমার চিত্রনাট্য খুবই উন্নত মানের।’ বলেন এই তারকা অভিনেত্রী। চরকির ‘ঊনলৌকিক’, ‘ক্যাফে ডিজায়ার’ নির্মাতা রবিউল আলম রবির নির্মাণে প্রথম কোনো কাজ করেছেন তিনি।
তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল বলে জানান মেহজাবীন।তিনি জানান, নির্মাতা রবিউল আলমের সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচয় থাকলে তিনি দেশের বাইরে থাকায় সামনাসামনি দেখা হয়নি। তবে একে অপরের কাজ দেখেছেন।
এই নির্মাতার ঊনলৌকিক তাঁর ভালো লেগেছিল।মেহজাবীন চৌধুরী বলেন, ‘রবি ভাইয়ার ভালো গুণ হলো, তিনি কখনো নিজেকে ডিরেক্টর হিসেবে জাহির করেন না। সহকর্মী হিসেবে পাশে থাকেন।
শিল্পীদের কাজের স্বাধীনতা দেন। ফলে ভালো পারফরম্যান্সের স্পৃহা আরও বেড়ে যায়।’দর্শকেরা ‘ফরগেট মি নট’ কেন দেখবেন—এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘এটা হয়তো আপনার মনে লম্বা সময়ের জন্য গেঁথে থাকবে।
আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগলে সফল। আর ভালো না লাগলে এখান থেকে শিখব, সামনে আরও ভালো করার চেষ্টা করব।
’এই সিনেমায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ, বিজরী বরকতউল্লাহসহ আরও অনেকে। এটি চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চতুর্থ চলচ্চিত্র।
সম্পর্কিত সংবাদ
মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী
নিউজ ডেস্ক :: ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখনবিস্তারিত…
অভাবে বাড়ি বিক্রি করেন অমিতাভ: রজনীকান্ত
নিউজ ডেস্ক :: ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ‘ভেট্টইয়ান’ সিনেমা মুক্তির জন্য। কারণ এ ছবিরবিস্তারিত…