অভিযোগ প্রমাণ হলেই মামলা : জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড
নিউজ ডেস্ক :; চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে বিএনপি’র হাইকমান্ড। সম্প্রতি বিভাগীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।
এরই প্রেক্ষিতে দল এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। করা হচ্ছে বহিষ্কার ও পদ স্থগিত। এমনকি দল থেকে তাদের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে। আবার কোথাও কোথাও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে।
এ পর্যন্ত সারা দেশে বিএনপি’র প্রায় ৫০ থেকে ৬০জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে কারো পদ স্থগিত করা হয়েছে, কাউকে বহিষ্কার করা হয়েছে এবং কারও বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে জাতীয় পর্যায় থেকে তূণমূলের নেতাকর্মীরা রয়েছেন। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলসহ অঙ্গসংগঠনেও চাঁদাবাজি ও দখলদারীর অভিযোগে নেতাকর্মীদের বহিষ্কার, পদ স্থগিত এবং মামলা করা হচ্ছে।
৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকাসহ সারা দেশে চলছে চাঁদাবাজি ও দখলদারিত্ব।
সম্পর্কিত সংবাদ
৮ দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক :: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন দলটিরবিস্তারিত…
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে শফিকুর রহমানের সাক্ষাৎ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশেবিস্তারিত…