শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল আহমদ শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় লুঙ্গি ও হেলমেট পড়ে গোয়াবাড়ি সীমান্ত এলাকার ১২৯২ মেইন পিলার দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তখন তাকে চিনতে পেরে স্থানীয়রা আটক করে। পরে দ্রুত ঘটনাস্থলে বিজিবি টহল টিম পৌঁছে কামাল আহমদকে আটক করে নিয়ে আসে। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কামাল আহমদকে মারধরের চেষ্টা করে।
শাহপরান থানায় কামাল আহমদের বিরুদ্ধে মামলা থাকায় তাকে জৈন্তাপুর থানা থেকে শাহপরান থানায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে বলে জানা গেছে।