ভারতের জন্য এখন ‘গলার কাঁটা’ শেখ হাসিনা
নিউজ ডেস্ক :; গত ২০ জুলাই বিতর্কিত কোটা পদ্ধতি বাতিলের রায় দেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এর পরদিন অর্থাৎ ২১ জুলাই দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সম্পাদকীয়র শিরোনাম ছিল ‘ডিসটার্বিং ইন ঢাকা’। এতে উল্লেখ করা হয়, আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক-বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে – যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্যও একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে।
আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান-সমর্থিত সরকার আসুক, ভারত আর যাই হোক এটা কোনও মতেই চাইবে না। ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে, নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণির কাছেই তাদের রিচ আউট করতে হবে।
এ তো গেল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় ১৫ দিন আগের কথা। তারও তিনদিন আগ থেকে ৫ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্যবিরোধী আন্দোলনে বিগত সরকারের সহযোগী সংগঠন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি কেড়েছে অসংখ্য শিশু, কিশোর, যুবক, বৃদ্ধের প্রাণ। এর জন্য ভারতে পালানো শেখ হাসিনাকেই দায়ী করছে জনগণ। সঙ্গত কারণেই এখন দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করার। সূত্র :যুগান্তর।
« বিএনপি নেতার বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ৬ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ »
সম্পর্কিত সংবাদ
নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার
নিউজ ডেস্ক:: নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলাবিস্তারিত…
গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত
নিউজ ডেস্ক:: গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুমের ঘটনার তদন্তেবিস্তারিত…