বিএনপি নেতাকে গুলি করতে গিয়ে তরুণ গ্রেপ্তার
নিউজ ডেস্ক :: রাজশাহীর বাগমারায় বিএনপি নেতাকে গুলি করতে গিয়ে জনতার হাতে এক তরুণ ধরা পড়েছেন। তার নাম লিটন হোসেন (২২)। মঙ্গলবার রাতে উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই বিএনপি নেতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত লিটন উপজেলার ভবানীগঞ্জের পাহাড়পুর গ্রামের ডি এম ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমানকে মোবাইলে হুমকি দেন লিটন। পরে তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে তাদের দেখা হলে এলাকায় ফজলুর রহমানের নিয়ন্ত্রণে থাকা একটি দিঘি ছেড়ে দেওয়ার জন্য বলেন লিটন। একপর্যায়ে কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে তার দিকে তাক করেন লিটন। এ সময় ফজলুর তাকে জাপটে ধরেন। বাজারের লোকজন অস্ত্রসহ লিটনকে আটক করে র্যাবের হাতে তুলে দেয়। রাতে লিটনকে বাগমারা থানায় সোপর্দ করা হয়। পরে হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে বিএনপি নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিএনপি নেতা ফজলুর রহমানের দাবি, তার জমিসহ এলাকার বেশ কয়েকজন কৃষকের জমি ইজারা নিয়ে দাপট দেখিয়ে দিঘি খনন করা হয়েছে। তবে ইজারার টাকা পরিশোধ করা হয়নি। তাই জমির মালিকরা দিঘিটি নিয়ন্ত্রণে নিয়ে মাছ চাষ করছেন।
ওই দিঘির দখল নিতে তাকে গুলি করে হত্যা করতে এসেছিলেন লিটন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে। গতকাল সকালে আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামসহ প্রসিকিউটরবিস্তারিত…
শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
ডেস্ক নিউজ :: রাজধানীর ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেকবিস্তারিত…