মাহিনকে সংবর্ধনা ভেড়ামারায় যুব সাফজয়ী গোলরক্ষক..
নিউজ ডেস্ক::দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনকে সংবর্ধনা দিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। রোববার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে মাহিনকে ফুলেল সংবর্ধনা এবং সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া হয়। তিনি ভেড়ামারার বাহিরচর’র বারোদাগ গ্রামের জিয়ারুল ইসলাম’র পুত্র। দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ এর গোলরক্ষক হিসাবে নেপালে যান।
সেখানে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। মাহিনের এমন বিরোচিত অর্জনে ভেড়ামারা উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে। উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডু।
এ সময় তার হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন তিনি। এ ছাড়াও জুভেন্টাস ক্লাবকে ২টি ফুটবল উপহার দেন। এ সময় দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম মাহিনকে এক জোড়া বুট এবং সাথী ফুড পার্কের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল আলীম ৫টি ফুটবল এবং ১ সেট ব্লেজার উপহার দেয়ার ঘোষণা দেন।
সম্পর্কিত সংবাদ
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় অভিভাবক মতবিনিময় ও ছবক প্রধান অনুষ্ঠান
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় অভিভাবক মতবিনিময় সভা ওবিস্তারিত…
কয়রায় শীতার্ত মানুষের মাঝে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ
কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল কয়রার বিভিন্ন এলাকয় তীব্র শীতের প্রকোপ বাড়তে থাকায় শীতবস্ত্রেরবিস্তারিত…