মাহিনকে সংবর্ধনা ভেড়ামারায় যুব সাফজয়ী গোলরক্ষক..
নিউজ ডেস্ক::দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনকে সংবর্ধনা দিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। রোববার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে মাহিনকে ফুলেল সংবর্ধনা এবং সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া হয়। তিনি ভেড়ামারার বাহিরচর’র বারোদাগ গ্রামের জিয়ারুল ইসলাম’র পুত্র। দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ এর গোলরক্ষক হিসাবে নেপালে যান।
সেখানে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। মাহিনের এমন বিরোচিত অর্জনে ভেড়ামারা উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে। উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডু।
এ সময় তার হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন তিনি। এ ছাড়াও জুভেন্টাস ক্লাবকে ২টি ফুটবল উপহার দেন। এ সময় দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম মাহিনকে এক জোড়া বুট এবং সাথী ফুড পার্কের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল আলীম ৫টি ফুটবল এবং ১ সেট ব্লেজার উপহার দেয়ার ঘোষণা দেন।
সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে জামায়াতের মতবিনিময়
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারবিস্তারিত…
শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা
নিউজ ডেস্ক :: ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এইবিস্তারিত…