মাহিনকে সংবর্ধনা ভেড়ামারায় যুব সাফজয়ী গোলরক্ষক..

নিউজ ডেস্ক::দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনকে সংবর্ধনা দিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। রোববার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে মাহিনকে ফুলেল সংবর্ধনা এবং সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া হয়। তিনি ভেড়ামারার বাহিরচর’র বারোদাগ গ্রামের জিয়ারুল ইসলাম’র পুত্র। দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ এর গোলরক্ষক হিসাবে নেপালে যান।

সেখানে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। মাহিনের এমন বিরোচিত অর্জনে ভেড়ামারা উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে। উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডু।

এ সময় তার হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন তিনি। এ ছাড়াও জুভেন্টাস ক্লাবকে ২টি ফুটবল উপহার দেন। এ সময় দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম মাহিনকে এক জোড়া বুট এবং সাথী ফুড পার্কের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল আলীম ৫টি ফুটবল এবং ১ সেট ব্লেজার উপহার দেয়ার ঘোষণা দেন।






সম্পর্কিত সংবাদ

  • বড়দিন উপলক্ষে বেনাপোল বন্দরে ‍আমদানি-রপ্তানি
  • কুল্যায় তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত
  • আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালত
  • কয়রায় আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
  • প্রতিকারের দাবিতে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • দৈনিক সাতক্ষীরা কন্ঠের ৩য় বছর পদার্পনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত