১৭বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে: শফিকুর রহমান
নিউজ ডেস্ক ::জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাবুদের দরবারে শুকরিয়া। ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে। আল্লাহ যেন তা সরিয়ে দেন। দেশের আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে ঝলমলিয়ে ওঠে। তিনি কুষ্টিয়ায় যারা শহিদ হয়েছেন রোববার তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ফরিদপুর শহরতলীর মুন্সীবাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রাবিরতির সময় তিনি একথা বলেন।
জামায়াতের আমির বলেন, শহিদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন, আল্লাহ যেন তাদের শহিদ হিসাবে কবুল করেন।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মতলববাজ দুষ্কৃতকারীরা যেন সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ৫ আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে। তাই আপনারা সতর্ক থাকবেন।
যাত্রাবিরতির সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম ও পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার
নিউজ ডেস্ক:: নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলাবিস্তারিত…
গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত
নিউজ ডেস্ক:: গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুমের ঘটনার তদন্তেবিস্তারিত…