কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭৬ জনে
নিউজ ডেস্ক ::ভারতের কেরালার ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ২৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক মানুষ। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারে এখনো কাজ চলছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সেনা, এনডিআরএফ, কেরালার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন।
সরকারি সূত্রে জানা গেছে, ভূমিধসের ঘটনায় পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা চারটি গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িঘর, কফির বাগান হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপের নিচে। এমন পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ভূমিধসে হারিয়ে যাওয়া চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রামের নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা হবে।
ভূমিধসে আহত মোট ২১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে ৭৮ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বিজয়ন বলেন, দুইদিনের অভিযানে মোট ১৫৯২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো সমন্বয় করে অক্লান্তভাবে কাজ করেছে বলেই এই সাফল্য মিলেছে। তবে বিপর্যস্ত ওয়েনাড়ের বিপদ এখনই কাটছে না। সেখানে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা।
সম্পর্কিত সংবাদ
সিরিয়ার দামেস্কে আসাদের বাসভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন
নিউজ ডেস্ক :: বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ। এরবিস্তারিত…
উত্থান-পতনেও আমাদের সম্পর্ক টিকে আছে : ভারতের হাইকমিশনার
নিউজ ডেস্ক :: পারস্পরিক নির্ভরতার বাস্তবতা এবং পারস্পরিক সুবিধা ভারত-বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে থাকবেবিস্তারিত…