কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান
কামরুল হাসান ।। কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহর ১১তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার(৩১ আগস্ট) সকাল ১১ টায় মরহুমের ১১ তম মৃত্যুবার্ষিকীতে পারিবারিক কবরস্থান কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামে স্মরণসভা, সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা শেষে সমাধিস্থলে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও মরহুমের পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা ইনতাজ আলি।
স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক ইবনে বতুতা, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল আজম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক নেতা শামসুর রহমান লাল্টু, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মাস্টার উৎপল সাহা, মাস্টার স্বপন চৌধুরী, মরহুমের ভাইপো শেখ জাহিদুল হক, অফিস সহকারী আব্দুল জলিল, আব্দুল গফ্ফার, সাংবাদিক তরিকুল ইসলাম, সেলিম খান, দেলোয়ার হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ, মরহুমের শুভাকাঙ্খী ও পরিবারের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।
উল্লেখ্য, বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ২০১৩ সালের ৩১ আগস্ট মৃত্যবরণ করেন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়া সরকারি কলেজের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
কলারোয়া প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশবিস্তারিত…
কলারোয়ায় কারাগারে বিনা চিকিৎসায় নিহতদের কবর জিয়ারত করলেন- সাবেক এমপি হাবিব
কামরুল হাসান :: শেখ হাসিনা গাড়িবহর হামলার মিথ্যা মামলায় কারান্তরীন অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী বিএনপিরবিস্তারিত…