কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
এলাকার উন্নয়ন তরান্বিত করতে ধানের শীষে ভোট দিন
কামরুল হাসান।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হলে কাশিয়াডাঙ্গা ও ত্রিমোহিনী এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে কপোতাক্ষ নদের ওপর একটি সেতু নির্মাণ করা হবে।
জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। মঙ্গলবার(২৭ জানুয়ারি) বিকেলে কলারোয়ার দেয়াড়া হাইস্কুল ময়দানে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে দেয়াড়া হাইস্কুলসহ এলাকার সকল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাদের হয়রানি বা গ্রেপ্তারের ভয় দেখানো হয়, তাহলে তাদের নিরাপত্তার সার্বিক দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। সেই সাথে তাদের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
প্রভাষক সালাহউদ্দিন পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, আইনজীবী নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ, ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল, আমিনুর মেম্বার, আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, যুবদল নেতা টুকু, মঞ্জুর হোসেনসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, সন্ধ্যার পর সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও একটি নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সম্পর্কিত সংবাদ
ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করুন
কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানেরবিস্তারিত…
কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এরবিস্তারিত…


