কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে দশ লক্ষ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম।

তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানি কিনতে হবে না। হাতের নাগালেই পানির ব্যবস্থা থাকায় অনেক মানুষ উপকার পাবে। পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ মোট তিনটি স্থান থেকে এই পানি সরবরাহ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ওয়াশ ইঞ্জিনিয়ার মোঃ আমিনুজ্জামান, হারবাল অ্যাসিস্ট্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল্লাহসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় নির্বাচন ও গণভোট নিয়ে নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার মতবিনিময়
  • বেত্রবতী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
  • ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করুন
  • কলারোয়ার বড়ালিতে ধানের শীষের সমর্থনে নির্বাচনি সভা
  • পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিব
  • কলারোয়ায় শহীদ জিয়ার ৯০তম জন্মদিন পালিত
  • কলারোয়ায় সংবাদপত্র পরিবেশক অহিদুজ্জামানের মৃত্যুতে শোক