বেত্রবতী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপি অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার সমাপনী দিনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস। মাউশি’র নির্দেশনায় আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে ললম্বা লাফ, দীর্ঘ লাফ, মোরগ লড়াই, বালিশ খেলা, দৌড়, ক্রিকেট খেলা ইত্যাদি খেলার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, সাইফুল আলম, দেবাশীষ সরদার, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, সমীর কুমার সরকার, পপি মন্ডল, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ শিক্ষকমণ্ডলী।
সম্পর্কিত সংবাদ
ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করুন
কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানেরবিস্তারিত…
এলাকার উন্নয়ন তরান্বিত করতে ধানের শীষে ভোট দিন
কামরুল হাসান।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীবিস্তারিত…


