আগামীকাল সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, সকল প্রস্তুতি সম্পন্ন
ডেস্ক নিউজ :: আমাগীকাল (২৭ জানুয়ারী, মঙ্গলবার) সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। চলছে প্রচার প্রচারণাও।
জেলা জামায়াতে আয়োজনে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধায় সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠ ও হেলিপ্যাড স্থান পরিদর্শ করেছেন জেলা জামায়াত নেতারা। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

পরিদর্শনে যেয়ে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, জনসভার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জেলা জুড়ে চলছে প্রচার প্রচারণা। সব শ্রেণিপেশার মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন। অবহেলিত জেলাকে এগিয়ে নিতে সমান গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন।
তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসব বিরাজ করছে। জেলার মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসছেন তিনি। জেলার উন্নয়নে ভূমিকা রাখার নানা প্রতিশ্রুতি দিবেন জামায়াত আমীর।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গা বাজারে পার্কিং করা ট্রাকে ধাক্কা, আহত ২
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকেবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
ডেস্ক নিউজ :: আজ (২৭ জানুয়ারী, মঙ্গলবার) সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় জামায়াতেরবিস্তারিত…


