আবু সাঈদের ঘটনা তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন
সাতক্ষীরা নিউজ ডেস্ক ::কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন। সেখানে সহিংসতার সময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনা তদন্তে ৫ আগস্ট সাক্ষ্য নেবেন তারা। রংপুর সার্কিট হাউসে এ সাক্ষ্য অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। কমিশনের সভাপতি হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের দুই সদস্য হাইকোর্টের দুই বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, ৬ আগস্ট কমিশন সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন লিমন ও মানিক মিয়ার মৃত্যুর ঘটনা তদন্তে একই স্থানে সাক্ষ্য নেবে। এরপর ৭ আগস্ট মো. মেরাজুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনার তদন্তের অংশ হিসেবে সার্কিট হাউসে সাক্ষ্য নেবে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরার ঢাবি পড়ুয়াদের ‘ডুসাস’ এর নির্বাচন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা-ডুসাস’বিস্তারিত…
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত…