আবু সাঈদের ঘটনা তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন
সাতক্ষীরা নিউজ ডেস্ক ::কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন। সেখানে সহিংসতার সময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনা তদন্তে ৫ আগস্ট সাক্ষ্য নেবেন তারা। রংপুর সার্কিট হাউসে এ সাক্ষ্য অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। কমিশনের সভাপতি হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের দুই সদস্য হাইকোর্টের দুই বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, ৬ আগস্ট কমিশন সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন লিমন ও মানিক মিয়ার মৃত্যুর ঘটনা তদন্তে একই স্থানে সাক্ষ্য নেবে। এরপর ৭ আগস্ট মো. মেরাজুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনার তদন্তের অংশ হিসেবে সার্কিট হাউসে সাক্ষ্য নেবে।
সম্পর্কিত সংবাদ
উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন মোঃ খলিলুর রহমান
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে সম্মিলিতবিস্তারিত…
সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে
সব বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় নতুন করে এডহক কমিটি গঠন হবে। মেয়াদ হবে ছয়মাস। এবিস্তারিত…