কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বেজপাড়া গ্রামের প্রদীপ মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, দির্ঘদিন ধরে একই গ্রামের মারুফ হোসেন, সিরাজুল ইসলাম ও মকিম ঢালী গংদের সহিত ভান্ডারপোল মৌজায় এস এ ২২৬/১ খতিয়ানে, ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ জমিতে আমরা পুর্ব পৈত্রিক সম্পত্তি হিসাবে বহুকাল যাবত ঘরবাড়ি তৈরী করে বসবাস সহ চাষ করে ফসলাদী লাগিয়ে আসছি। উক্ত জমি নিয়ে আমাদের প্রতিপক্ষ মারুফ গংরা জেলা যুগ্ম জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যার নং-১৪৯/২০০১। ঐ মামলায় তারা পরাজিত হয়ে আমাদের হয়রানী করতে আবারও প্রতিপক্ষরা আপিল মামলা দায়ের করেন। যার নং-১৩০/১৮। ঐ মামলাটি এখনও চলমান রয়েছে। তারপরেও মামলা চলাকালিন সময় তারা আমাদের জমি দখল করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তারা প্রভাবশালী লোক হওয়ার আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, তারা বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে। ইতিমধ্যে তারা আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। এমনকি প্রতি বছর চাষাবাদের সময় তারা মিথ্যা অভিযোগ দায়ের করে জমিতে কার্যক্রম বন্ধ করে রাখে। এতে করে আমরা নানাভাবে হয়রানীর শিকার হচ্ছি। বর্তমানে তারা আমাদের জমি জোর পুর্বক দখল করে নেওয়ার পায়তারা চালাচ্ছে। আমাদের প্রতিপক্ষ সিরাজুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার ভয়ে আমরা কথা বলতে সাহস পায় না। লিপিকা মন্ডল বলেন, মারুফ হোসেন খুলনা বিভাগীয় কমিশনার অফিসে চাকরী করার সুবাধে তার মদদে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের জমিতে চাষাবাদ করে ফসলাদী লাগাতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে প্রতিপক্ষ মারুফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাকে হয়রানী করতে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই পিআর পদ্ধতির বিরোধীতা করা হচ্ছে -মাওলানা এটিএম মা’ছুম
ডেস্ক রিপোর্ট :: নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠনবিস্তারিত…
রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার
ডেস্ক নিউজ :: রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১বিস্তারিত…


